প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সালমান এফ রহমান |
আওয়ামী লীগ সরকার উপজেলা পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলছে যাতে দেশে উদ্যোক্তা সৃষ্টি হয় - জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
সম্প্রতি রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আয়োজন করেছিল বাংলাদেশী রপ্তানি পণ্য বহুমুখীকরণ শীর্ষক একটি কর্মশালা। এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, উদ্যোক্তারা যাতে সহজে ব্যবসা করতে পারে সেজন্য নানা উদ্যোগ নেয়া হচ্ছে। তৈরি পোশাকের মতন অন্যান্য রপ্তানি খাত গুলো সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ এবং সরকার মনে করে সব খাতকেই সমান সুযোগ দেয়া উচিত।
সালমান এফ রহমান মনে করেন তৈরি পোশাক শিল্প পাশাপাশি অন্যান্য খাতগুলোর ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং শীর্ষ খাতের রপ্তানি বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে তিনি আরো বলেন বাংলাদেশের শ্রমিকের সংকট না হলেও ম্যানেজমেন্টের সংকট রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে ভবিষ্যতে এই সঙ্কট থাকবে না।
Comments
Post a Comment