নুভিস্তা ফার্মা অধিগ্রহণ করছে বেক্সিমকো

দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিছুদিন আগে নুভিস্তা ফার্মা লিমিটেডকে অধিগ্রহণ করছে। নুভিস্তা ফার্মা দেশে হরমোন ও স্টেরয়েডস মেডিসিন উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে। বেক্সিমকো ফার্মা কোম্পানিটির ৮৫শতাংশ শেয়ার ক্রয় করেছে।

নুভিস্তা ফার্মা ১৯৬৪ সালে নেদারল্যান্ডসভিত্তিক ওরগানন ইন্টারন্যাশনালের সহযোগী হিসেবে ওরগানন (বাংলাদেশ) লিমিটেড নামে দেশে ব্যবসা শুরু করে এবং ২০১৬ সালে দেশীয় মালিকানায় চলে আসার পর নুভিস্তা ফার্মা লিমিটেড নাম ধারণ করে।

বেক্সিমকোর এমডি নাজমুল হাসানের মতে এই অধিগ্রহন বেক্সিমকো ফার্মার জন্য কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারন নুভিস্তা ফার্মা বাংলাদেশে হরমোন ও স্টেরয়েডসের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। টার্নওভারের দিক থেকে নুভিস্তা ফার্মা বর্তমানে ২১তম স্থানে রয়েছে। নুভিস্তা ফার্মার টঙ্গীতে নিজস্ব কারখানা রয়েছে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক মার্ক শার্প অ্যান্ড ডোমের সঙ্গে এটা একটি দীর্ঘমেয়াদি উৎপাদন ও বিপণনের চুক্তি রয়েছে। বেক্সিমকো ফার্মার মতে এই অধিগ্রহন দেশের ওষুধ শিল্পে টেকসই প্রবৃদ্ধির শক্ত ভিত হিসেবে কাজ করবে।

অন্যদিকে বেক্সিমকো ফার্মা ১৯৭৬ সাল থেকে ওষুধ উৎপাদন করছে এবং ১৯৮০ সাল থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি শুরু করে। কোম্পানিটি গঠন করেন সালমান এফ রহমান ও সোহেল এফ রহমান।

Comments