ব্যবসা সহজ করা হবে - সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সম্প্রতি ইয়ামাহা মোটরসাইকেলের  এসেম্বলি কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন সরকার সব ধরনের ব্যবসায়ীদের জন্য ব্যবসা সহজতর করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আশা করেন যে অক্টোবরে প্রকাতিব্য The ease of doing business index র্যাংকিং-এ বাংলাদেশের অবস্থান উন্নিত হয়ে ১২৫-এ আসবে।

তিনি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধুমাত্র একটি মধ্য আয়ের দেশ হওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে না বরং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। তিনি দেশের ব্যবসা ও শিল্প উন্নয়নে জাপানের সহযোগীতার কথা স্বরণ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন অর্থনীতিক উন্নতি প্রকৃতপক্ষে বেসরকারী খাতের সঙ্গে ওতপ্রতভাবে জরিত। তিনি বলেন বেসরকারী খাত ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে। বর্তমানে ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টানেট সেবা দেওয়া হচ্ছে যার ফলে ওয়ান-স্টপ সার্ভিস দেওয়া যাবে বলেও জানান তিনি।

ইয়ামাহা জাপানের প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগীতায় গাজীপুরের শ্রীপুরে বড়চালা এলাকায় ইয়ামাহা মোটরসাইকেল CKD এসেম্বলি কারখানা স্থাপন করা হয়েছে।

Comments