সালমান এফ রহমান ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঢাকা ১ আসন থেকে অংশ নিচ্ছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতিতে আছেঃ
১। রাস্তা-ঘাটের উন্নয়নঃ
- ঢাকা - নবাবগঞ্জ - দোহার প্রধান সড়কের সংস্কার
- বিশেষভাবে নবাবগঞ্জ - দোহার সড়কের উন্নয়নকে প্রাধান্য দেয়া
- প্রয়োজনীয় ব্রীজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কার
২। নদী ভাঙ্গন মোকাবেলাঃ
- পদ্মা নদীর ভাঙ্গন থেকে দোহার উপজেলার গ্রামসমূহকে রক্ষা
- ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর ভাঙ্গন থেকে নবাবগঞ্জ উপজেলার গ্রামসমূহকে রক্ষা
- ইছামতি নদীর নাব্যতা বাড়ানোর জন্য ড্রেজিংয়ের ব্যবস্থা করা
৩। শিক্ষার প্রসার ও উন্নয়নঃ
- আধুনিক কম্পিউটার শিক্ষা প্রসারের জন্য প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা
- বর্তমানে এমপিওভুক্ত স্কুল এবং কলেজ গুলোতে শিক্ষকদের শূন্যপদ অবিলম্বে পূরণ করে শিক্ষা কার্যক্রমকে আর ব্যহত হতে না দেয়া
- দোহার উপজেলার জয়পাড়া কলেজের সরকারীকরণ
৪। চিকিৎসাঃ
· নবাবগঞ্জের থানা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীতকরণ
· দোহার ও নবাবগঞ্জ উপজেলার যে সকল ওয়ার্ডে এখনও কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি ফার্মেসী প্রতিষ্ঠিত হয়নি, সে সব ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি ফার্মেসী স্থাপন
· জনসংখ্যা ও আয়তন বিবেচনায় নবাবগঞ্জ-দোহার এলাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা
৫। শিল্প অঞ্চল প্রতিষ্ঠাঃ
· একটি শিল্প অঞ্চল প্রতিষ্ঠা করার দীর্ঘ দিনের দাবীর বাস্তবায়ন করা, যাতে এই অঞ্চলের বেকারত্ব লাঘব হয়।
· দোহার উপজেলার মোকসেদপুর ইউনিয়ন ও নারিশা ইউনিয়নের অন্তর্গত পদ্মার চর সংলগ্ন এলাকায় শিল্প অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবনাটি বাস্তবায়ন করা
৬। ক্রীড়াঃ
· খেলাধুলার পর্যাপ্ত মাঠ তৈরি করা
· দোহার-নবাবগঞ্জ এলাকায় অন্তত একটি স্টেডিয়াম প্রতিষ্ঠা করা
৭। পর্যটনঃ
- দোহারের মৈনাট ঘাট এলাকায় পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধি করে, এই ঘাট কেন্দ্রিক পর্যটন শিল্পের প্রসার
- নবাবগঞ্জের হাসনাবাদ এলাকায় ঐতিহ্যবাহী প্রাচীন গির্জাগুলো রক্ষনাবেক্ষণ ও পর্যটকবান্ধব পরিবেশ তৈরি করা
- নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার প্রাচীন জমিদার বাড়ী কেন্দ্রিক বেশ কিছু পর্যটন স্পট রয়েছে, যেখানে পর্যটকবান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা
৮। দুর্যোগ ব্যবস্থপনা:
- এই এলাকায় একটি ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা করা
৯। থানা:
- জনসংখ্যা ও আয়তন বিবেচনায় নবাবগঞ্জ এলাকায় আরও একটি নতুন থানা প্রতিষ্ঠা করা
Comments
Post a Comment