সালমান এফ রহমানের অক্লান্ত পরিশ্রম


বাংলাদেশের অর্থনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ শিল্প খাত হলো তৈরি পোশাক শিল্প। সারাবিশ্বের হিসাবে বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ৩ হাজার ৬১ কোটি ডলার আয় করেছে ২০১৭-১৮ অর্থবছরে তৈরি পোশাক রফতানি করে। এর আগের বছর যা ছিল  ২ হাজার ৮১৫ কোটি ডলার।


তৈরি পোশাক শিল্প ছাড়া দেশের চামড়া শিল্প খাত ও ঔষধ খাত অব্যাহত প্রবৃদ্ধির পথে রয়েছে। সরকার ও উদ্যোক্তাদের দৃঢ়তায় গত এক দশকে এই দুটি শিল্প এগিয়েছে অনেকদুর।  জুতা রফতানি বেড়েছে সাত গুণ!

এসব সম্ভব হয়েছে সরকারের একান্ত চেষ্টায় এবং সালমান এফ রহমানের মতন দূরদর্শী ব্যবসায়িদের অক্লান্ত পরিশ্রমে। রফতানি আয় বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করাতে ও জনগণের জীবনমান উন্নয়নে শিল্পখাতের বিশাল অবদান রয়েছে।



আওয়ামী লীগ  সরকার ও বেসরকারি উদ্যোক্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অগ্রগতির জন্য। উদ্যোক্তাদের মধ্যে প্রধান হলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। ১৯৮০-এর দশকে দেশে চাহিদার মাত্র ১০% ঔষুধ দেশে উৎপাদিত হত। তখন বৈদেশিক মুদ্রাও ছিল না যে আন্তজার্তিক বাজার থেকে ঔষুধ আমদানি করা যাবে। সালমান এফ রহমান তখন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস গঠন করেন ঔষুধ উৎপাদন শুরু করেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় ঔষুধ উৎপাদনকারী প্রতিস্থান। ১৯৮৫ সালে কোম্পানিটি ডিএসইতে তালিকাভুক্ত হয় এবং ২০০৫ সালে প্রথম বাংলাদেশী কোম্পানি হিসেবে লন্ডন ভিত্তিক অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত হয়।

Comments